Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে দুটি চাঁপাইনবাবগঞ্জ, ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

২৪ এপ্রিল, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে দুটি চাঁপাইনবাবগঞ্জ, ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক
মো. জাহাঙ্গীর আলম , চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে দুইটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।
শনিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজার-আরগাড়া সড়কের মাঝামাঝি জায়গা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অস্ত্র ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর নামোপাড়ার মো. কেতাব আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (২৭)।
র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। র‍্যাব জানায়, শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজার থেকে আরগাড়াগামী সড়কের দক্ষিণ পাশের তোজাম্মেল হকের বাড়ীর পূর্ব দিকে ফাকা জায়গা হতে এসব অস্ত্রসহ তাকে হাতেনাতে আটক করে র‍্যাব সদস্যরা। র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহ্রিয়ার, কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্ব অভিযানটি পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্বার অভিযানে র‍্যাব দুইটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি ছাড়াও আটককৃত অস্ত্র ব্যাবসায়ীর কাছ থেকে একটি মোবাইলফোন ও সিমকার্ড জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত অস্ত্র ব্যবসায়ী জানান, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলেও জানায়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব আরও জানায়, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।
শেয়ার