Top
সর্বশেষ

ধর্মীয় অনুভুতিতে আঘাতে ৮ বছরের সশ্রম কারাদণ্ড

২৪ এপ্রিল, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
ধর্মীয় অনুভুতিতে আঘাতে ৮ বছরের সশ্রম কারাদণ্ড
বরিশাল প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দীনে অন্যের এফবি একাউন্ট হবে হ্যাক করে ধর্মীয় অনুভুতিতে আঘাতের পর আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর দায়ে বাপন দাস নামে একজনের ৩টি ধারায় ৮ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল।

রোববার (২৪ এপ্রিল) দুপুর বেলা ১২ টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এই রায় প্রদান করেন।

ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ ইসতাক আহমেদ রুবেল জানান, বাপন দাসকে ৩ টি ধারায় কারাদণ্ড দেয়া হয়েছে। সবগুলো ধারার রায় চলবে একই সাথে। ৩৪ ধারায় ৮ বছরের শস্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড, ২৮/১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৩১/১ ধারায় ৪ বছরের সস্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় সূত্রে জানাযায়, ২০১৯ সালের ১৮ অক্টোবর বিপ্লব চন্দ্র শুভ নামে একটি ফেইজবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই বিপ্লব চন্দ্র তার ফেইজবুক আইডি হ্যাক হয়েছে বলে ভোলার বোরহানউদ্দীন থানায় একটি জিডি করেন। এ ঘটনায় পুলিশ বিপ্লব চন্দ্র, মোঃ ইমন, মোঃ রাফসান নামে ৩ জনকে গ্রেফতার করে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই ৩ জনকে অব্যাহতি দেয়া হয়। অপরদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ২০২০ সালের ২৬ জানুয়ারি এ ঘটনার সাথে জড়িত থাকায় বাপন দাস নামে একজন হ্যাকারকে গ্রেফতার করে পুলিশ। সে ১৬৪ ধারায় জবাববন্দী প্রদান করে।

আদালতে তার বিরুদ্ধে ২০২১ সালের পহেলা আগস্ট অভিযোগ পত্র দেয়া হয়। এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহান উদ্দিন ঈদগা মাঠে তৈহিদি জনতা বিক্ষোভ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে। সে সময়ে পুলিশের সাথে সংঘর্ষ হয়। গুলিতে ৪ জন তৈহীদি জনতার সদস্য নিহত হন। ওই ঘটনায় বোরহান উদ্দিন থানায় আরও দুটি পৃথক মামলা দায়ের হয়। যা এখনো আদালতে বিচারাধীন।

 

 

 

শেয়ার