Top

জয়পুরহাটে গৃহ হস্তান্তর কার্যক্রম বিষয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

২৪ এপ্রিল, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
জয়পুরহাটে গৃহ হস্তান্তর কার্যক্রম বিষয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং
জয়পুরহাট প্রতিনিধি :

“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী এই ঘোষনা বাস্তবায়নের লক্ষে আগামী ২৬ এপ্রিল সমগ্র দেশে ৩২ হাজার ৯শ ৪টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে রবিবার (২৪ এপ্রিল’২২) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানান, আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হলরুম গুলোতে জেলার ২০৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট প্রধানমন্ত্রীর পক্ষে কবুলিয়ত দলিল, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, রেভিনিউ ডেপুটি কালেক্টর রিফাতুল ইসলাম সহ প্রায় ৪০ জন প্রিন্ট ও ইন্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

শেয়ার