Top

নড়াইলের লোহাগড়ায় সরকারি স্কুলের গাছ বিক্রি করলেন আমিনুর

২৪ এপ্রিল, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
নড়াইলের লোহাগড়ায় সরকারি স্কুলের গাছ বিক্রি করলেন আমিনুর
লোহাগড়া প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেহেগুনি ও লম্বু গাছ মিলিয়ে মোট ১১ টা মূল্যবান গাছ টেন্ডার ছাড়া বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। এবং ওই গাছের মধ্যে ৮ টা গাছ মালিকানা জায়গায় রয়েছেন সেই গাছ স্কুলের সভাপতি বিক্রি করে দিয়েছেন অভিযোগ রফিক মোল্লার।

২৩ এপ্রিল শনিবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়,কোনো টেন্ডারের মাধ্যমে ছাড়াই নিজের ইচ্ছায় ওই গাছ বিক্রি করছেন অত্র স্কুলের সভাপতি শেখ আমিনুর।

এ সময় স্কুলের পাশের জমির মালিক মৃত হাফিজুর মোল্লার ছেলে রফিক মোল্লা সাংবাদিকদের বলেন আমাদের জায়গায় আমার বাবার লাগানো গাছ কি ভাবে আমিন মাষ্টার বিক্রি করছেন আমরা কিছুই জানিনা সকালে উঠে দেখি লোকজন এসে আমাদের গাছ ও স্কুলের গাছ কাটা শুরু করেছে, তখন তাদের কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তারা বলেন আহাদ শিকদার ব্যাপারী এই গাছ কিনেছেন এবং আমাদের কাটতে বলেছেন।

এ-সময় রফিক আরও বলেন আমাদের লাগানো গাছ কাটতে বাঁধা দিলে তারা আমাদের গাছ কাটা বন্ধ করে দেন ও স্কুলের গাছ কাটতে থাকেন।

গাছ কাটার বিষয়ে ব্যাপারী আহাদ সিকদার এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি আমির মাষ্টারের সাথে কথা বলে সব গাছ কিনেছি, রফিক ওদের গাছ কাটতে বাঁধা দিলে ওদের গাছ কাটা বন্ধ করে দিছি, ব্যাপারী আহাদ আরও জানান রফিক দের ৮ টা গাছ ৩২ হাজার টাকায় কিনে ছিলেন।

গাছ বিক্রির বিষয়ে অত্র স্কুলের প্রধান শিক্ষক ছনিয়া বেগম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায় নাই।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান খান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি গাছ কাটার বিষয়ে জানতে পারি নাই আপনারা বললেন আমি বিষয় টা দেখতেছি।

শেয়ার