Top
সর্বশেষ

কেশবপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

২৪ এপ্রিল, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ
কেশবপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, আলাউদ্দীন আলা, জসীম উদ্দীন, গোলাম মোস্তফা ও আমজাদ হোসেন। সভায় গর্ভবতী নারী, দুগ্ধদানকারী মা, শিশু, কিশোরী ও বয়স্কদের পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়।

শেয়ার