Top
সর্বশেষ

শেরপুরে জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালে তারেক রহমান

২৫ এপ্রিল, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ
শেরপুরে জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালে তারেক রহমান
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে জেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। 
 রোববার (২৪ এপ্রিল) বিকেলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র ভইস চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসায় এ ইফতারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগীয়) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও শরিফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গদলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা আগামী দিনে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কঠোর আন্দোলনের বিকল্প নেই।
জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, বর্তমান সরকারের আমলে সরাদেশে যত নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়েছে তাদেরকে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় বীর ঘোষনা করা হবে।
শেয়ার