Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

সেনবাগে গাঁজা ও অস্ত্রসহ ২ যুবক আটক

২৫ এপ্রিল, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ
সেনবাগে গাঁজা ও অস্ত্রসহ ২ যুবক আটক
নোয়াখালী প্রতিনিধিঃ :
নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে সেনবাগ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, ১টি গাঁজা মাপার যন্ত্র, ১টি শর্টগানের তাজা কার্তুজ, ১টি ম্যাগাজিন, ২টি চাপাতি ও ১টি রাম দা উদ্ধার করা হয়।
রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামের মোস্তফা ব্রিকফিল্ডের পশ্চিমে কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, কবিরহাট উপজেলার ইন্দ্রপুরের সিরাজ মিয়ার ছেলে মোঃ সজীব (২৭) ও বেগমগঞ্জ উপজেলার পৌর হাজীপুরের মৃত জসীমউদ্দিনের ছেলে মোঃ আরমান (২৫)।
পুলিশ জানায়, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর ধারবাহিকতায় অভিযান চালিয়ে গাঁজা ও অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার