চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের আরও ৬১৬টি পরিবার পাচ্ছে জমিসহ ঘর।
সোমবার (২৫ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। মুজিববর্ষ উপলক্ষে দেয়া প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে জেলার পাঁচ উপজেলায় এসব ঘর প্রদান করা হবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, তৃতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭১টি, শিবগঞ্জে ১১৬টি, গোমস্তাপুরে ৬৩টি, নাচোলে ২১৬টি ও ভোলাহাট উপজেলায় ১৫০টি মিলে মোট ৬১৬টি গৃহ বরাদ্দ দেয়া হয়েছে।
ইতোমধ্যে ৫৪৬টি গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে ও ঘরগুলো সুবিধাভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। খুব শীগ্রই বাকি ৭০টি গৃহের নির্মাণ কাজ সমাপ্ত হবে।
আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ৫৪৬ জন সুবিধাভোগীকে জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায় মিলে ৪৫৫৪টি পরিবারকে জমিসহ ঘর দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহানসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।