Top
সর্বশেষ

নওগাঁয় ২টাকা’য় মিলছে মানসম্মত ইফতার

২৫ এপ্রিল, ২০২২ ৩:০২ অপরাহ্ণ
নওগাঁয় ২টাকা’য় মিলছে মানসম্মত ইফতার

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন নাগালের বাহিরে ঠিক তখনই মাত্র ২টাকায় পাঁচ রকমের সামগ্রী দিয়ে সাজানো ইফতার বিক্রির উদ্যোগ নিয়েছে নওগাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান।

জেলা শহরের পুরাতন বাসস্টান্ড এলাকায় অবস্থিত “ফুড প্যালেস রেস্টুরেন্ট” এর স্বত্তাধিকারী মনোয়ার হোসেন লিটন। ভালোবাসার ইফতার ২টাকায়” এই স্লোগানকে সামনে নিয়ে নওগাঁয় প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে ১০০ জন নিন্মবিত্ত মানুষের মাঝে ইফতার প্যাকেজ তুলে দিচ্ছে “নওগাঁ ফুড প্যালেস রেস্টুরেন্ট” ।

একটি ভ্যানের দুই পাশে ‘ভালোবাসার ইফতার ২ টাকায়, রমজান জুড়ে’; ‘আয়োজনে ফুডপ্যালেস রেস্টুরেন্ট’। ভ্যানের পেছনে ১০-১২ জন লোকের সারি। তাদের মাঝে দুই টাকার বিনিময়ে একে একে ইফতার প্যাকেট তুলে দিচ্ছেন এক ব্যক্তি। দুই টাকায় ইফতার কিনতে পেরে হাসি মুখে ফিরছেন ক্রেতারা।

দুই টাকায় ইফতার কিনে নিয়ে ফিরছিলেন এজাবুল হক নামের এক রিকশাচালক। অনুমতি নিয়ে তার প্যাকেটটি খুলে দেখা গেল, প্যাকেটে খিচুরি, একটি ডিম, একটি বেগুনি, একটি পিয়াজু, ছোলা ও খেজুর দেওয়া হয়েছে।

আরো কয়েকজন রিকশাচালক বলেন, অধিকাংশ দিন রাস্তার ধারের দোকান থেকে ২০-২৫ টাকার মুড়ি, ছোলা, খেজুর কিনে ইফতার করে। সেখানে মাত্র দুই টাকায় ডিম, খিচুরি দিয়ে ইফতার পেয়ে দারুণ খুুশি তাঁরা। এই আয়োজনকে সাধুবাদ জানান ও উদ্যোক্তার জন্য দোয়া করেন তাঁরা।

ফুড প্যালেস রেস্টুরেন্টের এক কর্মী বলেন, ২ টাকায় যে ইফতার প্যাকেজ বিক্রি করা হচ্ছে সেই প্যাকেজ রেস্টুরেন্টে ৮০টাকায় বিক্রি করা হয়। শহরের ভিন্ন ভিন্ন স্থানে প্রতিদিন ২ টাকায় ১০০ প্যাকেট ইফতার বিক্রি করা হয়।

ব্যক্তি উদ্যোগে এমন আয়োজনকে সাধুবাদ জানান নওগাঁর স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। তিনি বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাত্র ২ টাকায় ইফতারি সরবারহ করা হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। এই প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

দুই টাকায় ইফতার বিক্রির কারণ জানতে চাইলে ফুড প্যালেস রেস্টুরেন্টের স্বত্তাধিকারী মনোয়ার হোসেন লিটন বলেন, সুবিধাবঞ্চিত হলেও অনেকেই সারা দিন রোজা রেখে বিনা মূল্যে ইফতার করতে চান না। এসব বিবেচনায় রেখে কারও আত্মসম্মানে যাতে আঘাত না লাগে সে জন্য ২ টাকার বিনিময়ে ইফতার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো রমজান জুড়ে এই আয়োজন চলবে বলে তিনি জানান।

শেয়ার