Top
সর্বশেষ

গোপালগঞ্জে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

২৫ এপ্রিল, ২০২২ ৩:১১ অপরাহ্ণ
গোপালগঞ্জে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
বাদল সাহা, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ইশতিয়াক আহমেদ পটু।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে কাশিয়ানী উপজেলার তাড়াইল বাজারের নিজ অফিসে এ সংবাদ সম্মেরনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, গত ৮ এপ্রিল কাজী শাকিবের উপর কে বা কারা হামলা করেছে আমি তার তীব্র নিন্দা জানাই। একজন জনপ্রতিনিধি হিসাবে আমি এ ঘটনার সাথে জড়িতদের দৃস্টান্তমূলক শাস্তির দাবী করছি। তবে ঘটনার পর শাকিব ও তার পরিবার আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ দিয়ে অপপ্রচার ও মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। এমনকি আমার মান সম্মান ক্ষুন্ন করতে আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসপি ভাইয়ের ক্ষমতা দেখিয়ে এসব কর্মকান্ড করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, এটা সত্য নয়। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমি মানুষের সেবা করতে চাই। তিনি আরো বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এই ইউনিয়নের সকলের প্রতিনিধি আমি। আমি কারো উপর হামলা করিনি। আমার নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। সংবাদ সম্মলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার