Top
সর্বশেষ

কুষ্টিয়ায় নদীতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

২৬ এপ্রিল, ২০২২ ১০:৫৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় নদীতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া কুমারখালী উপজেলার জিরাপীতলা নামক স্থানে গড়াই নদীতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে গড়াই নদীতে গোসল করতে নেমে ডুবে যান তারা।

মৃতরা হলেন কুমারখালীর সদকী ইউনিয়নের মুলগ্রামের গাফফার মোল্লার মেয়ে চামেলি খাতুন (৩০) ও গাফফার মোল্লার নাতনি খোকসা দুধরাজপুর গ্রামের মাসুদ রানার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মিম খাতুন (১৩)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপরের চামেলী তার ভাগ্নি মীমকে নিয়ে গড়াই নদীতে গোসল করতে নামেন। এসময় হঠাৎ মীমকে পানিতে ডুবতে দেখে চামেলী তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও ডুবে যান। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

 

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার আহমেদ বলেন, সন্ধ্যা ৬ টা বেজে ৫৫ মিনিটে নিখোঁজ খালা চামেলীর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। এর আগে বিকেল পৌণে ৫ টার দিকে ভাগ্নী মিমের লাশ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গোসল করতে গিয়ে দুইজন নদে ডুবে যায়। পরে নিঁখোজ দুজনের লাশ পাওয়া গেছে।

 

শেয়ার