Top
সর্বশেষ

এলো যুগান্তকারী হেয়ারকোড ইজিপ্ট মেহেদি ক্রিম কালার

২৬ এপ্রিল, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
এলো যুগান্তকারী হেয়ারকোড ইজিপ্ট মেহেদি ক্রিম কালার

দেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, সম্প্রতি বাজারে এনেছে হেয়ারকোড ইজিপ্ট™ ১০০% হালাল মেহেদি ক্রিম কালার।

ব্যবহারকারীরা এটি ক্রিম হিসেবে চুল ও দাড়িতে ব্যবহার করতে পারবেন এবং মাত্র ৩০ মিনিটেই পাবেন প্রাকৃতিক মেহেদির রঙ। প্যাক খোলার পর বাটাবাটির বাড়তি ঝামেলা বা পানি না মিশিয়েই সরাসরি ক্রিমটি ব্যবহার করা যাবে।

হেয়ারকোড মেহেদি ক্রিম কালারে রয়েছে প্রাকৃতিক মেহেদি ও হিবিস্কাসের গুনাগুণ। এটি হালাল সার্টিফাইড এবং এতে কোন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নেই। অনন্য এই ক্রিম কোন বাড়তি ঝামেলা ছাড়াই চুল-দাড়ির কাঙ্ক্ষিত প্রাকৃতিক মেহেদি রঙটি পেতে সাহায্য করবে। এছাড়াও, এটি প্রয়োগের ১৫, ৩০ এবং ৬০ মিনিটের মধ্যে তিনটি ভিন্ন রঙের শেড পাওয়া যাবে। হেয়ারকোড মেহেদি ক্রিম কালার ব্যবহারকারীর চুল-দাড়িতে মেহেদির প্রকৃত, ঝলমলে ও দীর্ঘস্থায়ী রঙ এবং ১০০% গ্রে কভারেজ প্রদান করবে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর এ্যালেন ইবেনেজার এরিক বলেন, হেয়ারকোড একটি হেয়ার কেয়ার ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত, যা ভোক্তাদের চাহিদা পূরণে সর্বদা ব্যতিক্রমধর্মী ও মানসম্পন্ন পণ্য প্রদানের চেষ্টা করে। তেমনই একটি পণ্য হেয়ারকোড ইজিপ্ট™ মেহেদি ক্রিম কালার। বহুদিনের গবেষণা ও ক্রমাগত বিকাশের পর পণ্যটি তৈরি করা হয়েছে। আমার বিশ্বাস, যারা চুল-দাড়ির জন্য প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ হেয়ার কালার খুঁজছেন, তারা হেয়ারকোড ইজিপ্ট™মেহেদি ক্রিম কালার ব্যবহারে উপকৃত হবেন।

হেয়ারকোড ইজিপ্ট™ মেহেদি ক্রিম কালারের ২৫ গ্রাম প্যাকের বাজারমূল্য মাত্র ২৫ টাকা। নিকটস্থ যেকোন রিটেইল আউটলেট এবং ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্যটি পাওয়া যাবে।

শেয়ার