Top
সর্বশেষ

ফরিদগঞ্জে ৫টি পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

২৬ এপ্রিল, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ
ফরিদগঞ্জে ৫টি পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার
শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) :

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহহীন ৫টি অসহায় পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বসত ঘর।

গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্ভোধন শেষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘরের দলিলপত্র বুঝিয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা’র সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপদার, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘর পাওয়া ব্যক্তিরা হলো সাহেবগঞ্জ গ্রামের মৃত আজিজ উল্যা’র স্ত্রী রোকেয়া বেগম, গৃদকালিন্দিয়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে আনোয়ার হোসেন, পাইকপাড়া এলাকার মৃত মনোরঞ্জন দাসের ছেলে দিলিপ দাস, চর-রামপুর এলাকার মৃত লতিফ খানের মেয়ে হাফেজা ও কামালপুর গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী তফুরী বেগম।

উল্লেখ্য. মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী এ পযন্ত সারা দেশের ন্যায় ফরিদগঞ্জে ২০ জন অসহায় ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করেছেন।

শেয়ার