Top
সর্বশেষ

শখের নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরা হলো না আনিছের

২৬ এপ্রিল, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
শখের নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরা হলো না আনিছের
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

শখের মোটরসাইকেল কেড়ে নিলো সাজানো সুখের সংসার। ঈদের দুই দিন পর যাওয়ার কথা মালদ্বীপ। ঘরে নতুন বউ। তিন মাসের ছুটিতে এসে বিয়ে করেছিল আনিস।

সাতাশ বছর বয়সী আনিছ চলে গেলো না ফেরার দেশে। সাজানো সুখের সংসারটা হয়ে গেল তছনছ।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ- কচুয়া সড়কের কাঁঠালী বাদামতলী এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আনিছের মৃত্যু হয়।

নিহত আনিছ কচুয়া উপজেলার হাড়িচাইন সর্দার বাড়ীর জহিরুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড় সংলগ্ন মোটরসাইকেল শো-রুম থেকে জারা মোটরসাইকেল ক্রয় করেন আনিছ। বাড়ীতে যাওয়ার পথে নির্মম সড়ক দুর্ঘটনার শিকার হতে হয় তাকে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, জনৈক সিএনজি চালক আনিছকে হাসপাতালে নিয়ে যায়। তখন তার দেহে ছিল না প্রাণ।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসু জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সাথে ট্রাকের চালক ও হেলফারকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়।

 

শেয়ার