Top
সর্বশেষ

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি হচ্ছেন সালাউদ্দিন

২৬ এপ্রিল, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি হচ্ছেন সালাউদ্দিন

আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

সোমবার (২৫ এপ্রিল) ছিল সাফের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। নির্ধারিত সময়ের মধ্যে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে।

আগামী ২৫ জুন ভোটের দিন নির্ধারিত ছিল। কোন পদে একাধিক মনোনয়নপত্র জমা না পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের এ নিয়ে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হবেন।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, জমা পড়া মনোয়ানপত্র আমি পাঠিয়ে দিয়েছি। এখন সেগুলো বাছাই হবে।

শেয়ার