Top
সর্বশেষ

নোয়াখালীতে মুনিরিয়া যুব তবলীগের ইফতার মাহফিল

২৬ এপ্রিল, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
নোয়াখালীতে মুনিরিয়া যুব তবলীগের ইফতার মাহফিল
নোয়াখালী প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মুনিরিয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের নোয়াখালী শাখা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ জামে মসজিদে এই আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির এশায়াত পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ ফোরকান, কেন্দ্রীয় তদারক পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ অলি আহাদ, সাংগঠনিক পরিষদ সদস্য মোহাম্মদ মঞ্জু মোর্শেদ, মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বিল্ডিং মেইনটেইনেন্স বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী মুহাম্মদ ফারুক, মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ হাসেম, সিনিয়র শিক্ষক মুহাম্মদ জহির, মাইজদী পাবলিক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ টিপু সুলতান প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রসুল পাঠের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয় এবং বিশ্বে শান্তি, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

শেয়ার