Top

বগুড়ায় চোলাই মদসহ যুবক গ্রেপ্তার 

২৭ এপ্রিল, ২০২২ ১১:১১ পূর্বাহ্ণ
বগুড়ায় চোলাই মদসহ যুবক গ্রেপ্তার 
বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় ৯৯ লিটার চোলাই মদসহ অন্তর হরিজন(২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।
বুধবার (২৭এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শহরের কামারগাড়ী সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার  করে।
গ্রেপ্তারকৃত অন্তর শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার কানাইলাল হরিজনের ছেলে।
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৯ লিটার চোলাই মদ, মোবাইল ও নগদ টাকাসহ অন্তরকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার