Top

আমঝুপিতে মুকুল ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ 

২৭ এপ্রিল, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
আমঝুপিতে মুকুল ফাউন্ডেশনের  বস্ত্র বিতরণ 
মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মুকুল ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ( ২৭ এপ্রিল) সকালে সদর উপজেলার আমঝুপিতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্ন উপস্থিত থেকে বস্ত্র বিতরণ এর সূচনা করেন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা জজ কোটের প্রশাসনিক কর্মকর্তা মতিউর আশরাফ, জহুরুল ইসলাম প্রমূখ। মুকুল ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন এলাকার ৬ হাজার দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি এবং মহিলাদের পোশাক বিতরণ করা হবে।
শেয়ার