Top

শ্রীপুরে সাংসদের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের অর্থ বিতরণ

২৭ এপ্রিল, ২০২২ ৩:২১ অপরাহ্ণ
শ্রীপুরে সাংসদের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের অর্থ বিতরণ
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি  :
মাগুরার শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের ঐচ্ছিক তহবিল হতে ২৯ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে অনুদানের অর্থ বিরতণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা মিলনায়তনে অনুদানের এ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মাগুরা-১ আসনের সংসদ সদস্যের এপিএস-১ রেজাউল কবির সরুজ, এপিএস-২ সুমন শেখ প্রমুখ।
শেয়ার