Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

২৭ এপ্রিল, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামি আব্দুস সাত্তার কুমিল্লা জেলার মুরানগর থানার যাত্রাপুর এলাকার মো. সুজাত আলীর ছেলে। তিনি নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় বসবাস করতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৪ আগস্ট সকালে পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আবদুস সাত্তার তার স্ত্রী শাহেদা আক্তারকে গলা টিপে হত্যা করেন। পরে স্ত্রীর মৃতদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে তা আত্মহত্যা করে প্রচারণা দনে। এ ঘটনায় খুলশী থানার তৎকালীন এসআই মো. শামসুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

চট্টগ্রাম মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, পুলিশের তদন্তে উঠে আসে ঘটনাটি আত্মহত্যা নয়, হত্যা। তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ অক্টোবর স্বামী আব্দুস সাত্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৬ সালের ৪ আগস্ট এ মামলায় চার্জ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়। মামলায় ১৭ জনের মধ্যে ১১ জনের সাক্ষী শেষে বুধবার আদালত এ রায় দেন।

শেয়ার