Top
সর্বশেষ

বগুড়ায় পছন্দের পোশাক ফিটিং করতে টেইলার্সে ভিড়

২৭ এপ্রিল, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
বগুড়ায় পছন্দের পোশাক ফিটিং করতে টেইলার্সে ভিড়
বগুড়া প্রতিনিধি: :

আর কয়েকদিন বাদেই ঈদুল ফিতর। সময় ঘনিয়ে আসার সাথে সাথে বগুড়ায় ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে শহরের শপিং সেন্টার ও মার্কেটগুলোতে। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে সবাই কিনছেন তাদের পছন্দের পোশাক। আর পছন্দের নতুন পোশাক নিজের দেহের সঙ্গে ফিটিং করে নিতে ছুটে যাচ্ছেন কাটিং ও ফিটিং মাস্টারদের কাছে।

বগুড়ার আলতাব আলী ও নিউ মার্কেট ঘুরে দেখা গেছে, মার্কেটের পাশেই সেলাই মেশিন নিয়ে বসে ক্রেতাদের নতুন পোশাক কাটিং ও ফিটিংয়ের কাজ করছেন দর্জিরা। ক্রেতারা তাদের দেহের মাপ অনুযায়ী ঈদের জন্য কেনা নতুন পোশাক কেটে ফিটিং করে নিচ্ছেন।

রুহুল আমিন ও রিয়াদ হাসান নামে দুই বন্ধু এসেছিলেন ঈদের নতুন শার্ট শরীরের সঙ্গে ফিটিং করে নিতে।

কথায় কথায় জানা গেল, তারা দু’জনই সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। ঈদের নতুন শার্টের ধরন দেহের মাপ অনুযায়ী একটু বড়। তাই তারা দু’জনেই এসেছিল নিজের দেহের মাপ অনুযায়ী শার্টগুলো ফিটিং করে নিতে।

রিয়াদ বলছিলেন, ‘ঈদে তো নতুন শার্ট ও প্যান্ট পড়ে বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতে হয়। শার্ট যদি শরীরের সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট না হয়, তাহলে তো দেখতে ভালো লাগবে না। তাই ঈদের সময় বাদেও শার্ট ও প্যান্ট ফিটিং করে পড়লেই দেখতে ভালো লাগে।’

পাঞ্জাবি ফিটিং করতে আসা জুলহাস শেখ নামে এক ক্রেতা বলেন, ‘পছন্দের পাঞ্জাবিটি একটু সাইজে বড়। তাই ফিটিং করে নিচ্ছি।’

তানভীর রহমান রানা নামে এক কাটিং ও ফিটিং মাস্টার জানান, একটি শার্ট ফিটিং করতে ৫০টাকা, প্যান্ট ৮০ টাকা, পাঞ্জাবি ১০০ থেকে ১৫০ টাকা ও টিশার্ট ৩০ টাকা মজুরি নেন। আর মেয়েদের পোশাক ফিটিং করতে পোশাক ভেদে ১৫০ থেকে ২০০ টাকা নিয়ে থাকেন। তবে মেয়েদের থেকে ছেলেরাই বেশি পোশাক ফিটিং করে থাকেন বলেও জানান তিনি।

কাইয়ুম নামের আরেক মাস্টার জানান, এবারের ঈদে একটু কাজের চাপ বেড়েছে। গত দুই বছর ক্রেতা কম ছিল। আর ঈদের সময় ১০ থেকে ২০ টাকা বেশি মুজুরি নেই।

কাটিং ও ফিটিং মাস্টার আবু সাঈদ নামে তিনি বলেন, ‘ঈদের চার- পাঁচ দিন আগে দিন-রাত টানা ফিটিংয়ের কাজ করতে হয়। বিশ্রামের সময় পাওয়া যায় না। এজন্য আমরা ঈদের সময় সাধারণ দিনগুলোর চেয়ে কিছু টাকা বেশি নিয়ে থাকি।

 

শেয়ার