Top

জাতীয় পুষ্টি সপ্তাহে খানসামা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

২৭ এপ্রিল, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
জাতীয় পুষ্টি সপ্তাহে খানসামা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালন উপলক্ষে দিনাজপুর খানসামা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল এর সঞ্চালনায় সভাটি হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসএমএ মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও কমিটির সদস্যগণ।

শেয়ার