বগুড়ায় একটি বসতঘরের এগারোটি রুম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বিকাল ৪টার দিকে শহরের নারুলি দক্ষিণপাড়া এলাকার লাল মিয়া মাস্টারের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে বগুড়া ফায়ার সার্ভিস অফিস।
ভুক্তভোগী পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, নারুলি দক্ষিণপাড়া এলাকার লাল মিয়া নামে স্থানীয় এক স্কুল শিক্ষকের একটি বাড়িতে এগারোটি রুম রয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি রুমে হঠাৎ আগুন লাগে। পরে সেই আগুন ধীরে ধীরে বাড়ির সকল রুমে ছড়িয়ে যায়। পরে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে আগুন নেভাতে সমর্থ হয়।
লাল মিয়া বলেন, বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে আগুনে ঘরের ফ্রিজ, টিভি, মালামাল, সোনা ও টাকাসহ সবই পুড়ে গেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই ওই বাড়ি আগুনে পুড়ে গেছে। আমাদের পৌঁছার আগেই টাকাসহ অনেক আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।