Top
সর্বশেষ

কোটালীপাড়ায় ১০হাজার রোজাদারকে ইফতার করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৭ এপ্রিল, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ১০হাজার রোজাদারকে ইফতার করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১০হাজার রোজাদারকে ইফতার করালেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব অর্থায়ণে ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ১৫শত রোজাদারের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খানসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেছাসেবক লীগ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলার পিঞ্জুরী, হিরণ, কুশলা, কান্দি, শুয়াগ্রাম, রাধাগঞ্জ, কলাবাড়ি, আমতলী, রামশীল, বান্ধাবাড়ি, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব অর্থায়ণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর নিজস্ব তহবিল থেকে কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল করার জন্য ১৪ লক্ষ দিয়েছিলেন। এই টাকা দিয়ে আমরা ১১টি ইউনিয়ন ও উপজেলা সদরে ইফতার মাহফিল করেছি। আমাদের এসকল ইফতার মাহফিলে প্রায় ১০হাজার রোজাদার ইফতার করেছেন।

ইফতারের পূর্ব মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার