Top
সর্বশেষ

এতিমদের নিয়ে জাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

২৮ এপ্রিল, ২০২২ ১:২৬ অপরাহ্ণ
এতিমদের নিয়ে জাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদের সঙ্গে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) জাবি সংলগ্ন জামসিং এলাকার একটি মাদ্রাসায় এ ইফতার ও দোয়া মাহফিল হয়।

এতিম ছাত্রদের সঙ্গে নিয়ে এ ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এসময় ছাত্রদল নেতাকর্মীরা বলেন, শ্রাবণ-জুয়েল পরিষদের নেতৃত্বে ও তারেক রহমানের নির্দেশে খালেদা জিয়ার মুক্তিসহ সকল আন্দোলন সংগ্রামের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি নবিনুর রহমান নবিন, সাবেক সহসভাপতি রাব্বি হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল চৌধুরী সোহেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহবায়ক হুমায়ূন হাবিব হিরন, আল বেরুনী হলের যুগ্ম আহবায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম, ছাত্রদল নেতা রায়হান মিলটন, তাজুল ইসলাম, কে এম রিয়াদ, মমিনুর, আনিসুর রহমান সাকিব, সুমন প্রমুখ।

শেয়ার