Top
সর্বশেষ

নবনীড় পক্ষ থেকে ৩০ পরিবারকে ঈদ উপহার

২৮ এপ্রিল, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ
নবনীড় পক্ষ থেকে ৩০ পরিবারকে ঈদ উপহার
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

সামাজিক সংগঠন নবনীড় হাজীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার সোনাইমুড়ী, রান্ধুনীমূড়া ও দোয়াগোন্ডা গ্রামের ৩০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী এলাকায় অসহায় ৩০ পরিবারের মাঝে এই এই ঈদ উপহার বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি, লবন, তৈল, রসুন ও সেমাই। এর আগেও পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের বাজার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা কামাল, সদস্য কবির হোসেন রাজু ও ইমরান হোসেন সৈকত। সংগঠনটির মূল উদ্দেশ্য গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।

শেয়ার