Top
সর্বশেষ

২০ দফা দাবীতে মানববন্ধন-সমাবেশ করেছে তামাক চাষীরা

২৮ এপ্রিল, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
২০ দফা দাবীতে মানববন্ধন-সমাবেশ করেছে তামাক চাষীরা
রংপুর প্রতিনিধি :

২০ দফা দাবীতে মানববন্ধন-সমাবেশ করেছে রংপুরের তামাক চাষীরা। বৃহস্পতিবার সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যূরাল চত্ত¡রে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর তামাক চাষী কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, তামা চাষী কল্যান সমিতি নেতা রবিউল ইসলাম, রেজেকুল ইসলাম, আবু বক্কর দুলুসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের অনেক বড় শিল্প প্রতিষ্ঠানের আদি ব্যবসা তামাক ব্যবসা। এই তামাক ব্যবসার একটি খাত সিগারেট। সহায়ক নীতি না থাকার কারণে দেশীয় সিগারেট কোম্পানীগুলো আজ বন্ধের পথে। এতে করে ৫০ হাজার তামাক চাষী ও ৫০ হাজার সিগারেট কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী জীবিকা আজ হুমকির মুখে। দেশীয় সিগারেট কোম্পানী ও চাষীদের স্বার্থ সংরক্ষণে বিদেশী মনোপলি ব্যবসা বন্ধ করা, তামাক শিল্পেও অবিলম্বে ৪০ শতাংশ মনোপলি আইন কার্যকর করার দাবী জানান।

বক্তারা আরো বলেন, রংপুর অঞ্চলে তামাক শিল্পকে ধ্বংস করার জন্য সরকালের কিছু কর্তা ব্যক্তি বিদেশি বেনিয়াদেও সাথে যুক্তি করে তামাক চাষ বন্ধ করার পায়তারা করছে। অথচ এক সময় রংপুর অঞ্চলের তামাক বিদেশও রপ্তানী করা হতো। অবিলম্বে তামাক চাষ বন্ধের পায়তারাকে রুখে দিতে চামাক চাষিদের আহবান জানান বক্তারা।

শেয়ার