Top
সর্বশেষ

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

২৮ এপ্রিল, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
সাপের কামড়ে কৃষকের মৃত্যু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষক সোহাগ হোসেন (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগচাইল গ্রামের বেচার বাড়ি বাসিন্দা জামাল হোসেনের বড় ছেলে সোহাগ হোসেন মাঠের পাকা ধান কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরে আত্মীয় স্বজনেরা হাসপাতালে কান্না ভেঙে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ হোসেনের মৃত্যু বিষয়টি মেনে নিতে পারছেন না পরিবার। বিকল্প চিকিৎসা হিসেবে তাকে সাপুড়েদের কাছে নেয়ার প্রস্তুতি নেয়া হয়।

 

শেয়ার