Top
সর্বশেষ

হাজীগঞ্জে হিটস্ট্রোকে একজনের মৃত্যু, হাসপাতালে তিন

২৮ এপ্রিল, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
হাজীগঞ্জে হিটস্ট্রোকে একজনের মৃত্যু, হাসপাতালে তিন
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে হাজীগঞ্জ ও জেলার সবকটি উপজেলায় তাপমাত্রা বেড়ে উঠেছে ৩৭° সেলসিয়াসে। এতে হিটস্ট্রোকে উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের মো. লিটন নামের একজনের মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জমিতে ধান কাটতে গিয়ে হঠাত করে মাথা ঘুরে পড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

অন্যদিকে বৃহস্পতিবার সারাদিনে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে হাসপাতালের শরণাপন্ন হতে হয়েছে অন্তত তিনজনকে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তীব্র তাপমাত্রায় সকাল থেকেই হাসপাতালে তিনজন চিকিৎসা নিতে আসে। এদের মধ্যে উপজেলার রামপুর গ্রাম থেকে অহিদ (৮০), রান্ধুনীমূড়া পৌর ১২ নং ওয়ার্ডের মো. আলমগীর(৪০) ও ফরিদগঞ্জ উপজেলার আয়েশা(৫০)।
এদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থার অবনতি দেখে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অসুস্থ অহিদের পারিবারিক সূত্রে জানা যায়, অতিরিক্ত গরমে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। এরপর তার শরীরের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছে না। তাই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত এক সপ্তাহ ধরে হাজীগঞ্জে বেড়েছে তাপমাত্রা। এ বছর উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১° সেলসিয়াসে উঠে। তিব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ে খেটে খাওয়া মানুষ।

 

শেয়ার