Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২৮ এপ্রিল, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি নামক স্থানে বাসের চাপায় লোকমান হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত লোকমান কোনাবাড়ি গ্রামের ওসিমুদ্দিনের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সংযোগ মহাসড়কের কোনাবাড়ির চোরাস্তা এলাকায় একটি বাস লোকমানের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে লোকমান গুরুতর আহত হয়। স্থাণিয়রা গুরুতর আহতাবস্থায় প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায বৃহস্পতিবার দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ার