Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ বিতরণ

২৮ এপ্রিল, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ বিতরণ
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: কে এম হোসেন আলী হাসানের ব্যাক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ১’শ জন বীর মুক্তিযোদ্বা ও অসহায়দের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসনা হেনা, বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলী, বীরমুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলু প্রমূখ।

শেয়ার