Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২৮ এপ্রিল, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতাকে জামায়াত বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে সভাপতি সারোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে উল্লাপাড়া পৌর শহরের গুলিস্থান এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, যুবলীগ নেতা আজিজুল ইসলাম শাহ আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান প্রমুখ।

এ মানববন্ধনে উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বুধবার রাতে উল্লাপাড়া পৌর এলাকার হাটখোলা সড়ক এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করে জামায়াত বিএনপির সন্ত্রাসীরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এ মামলার অভিযূক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে ওসি হুমায়ন কবির জানান।

শেয়ার