Top
সর্বশেষ

পাটুরিয়ায় ‌বেলা বাড়ার সাথে গাড়ীর চাপ বাড়‌ছে 

২৯ এপ্রিল, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
পাটুরিয়ায় ‌বেলা বাড়ার সাথে গাড়ীর চাপ বাড়‌ছে 
মা‌নিকগঞ্জ প্রতিনিধি  :
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গত ক‌য়েক’দিনের মতো শুক্রবার ( ২৯ এপ্রিল) বেলা বাড়ার সা‌থে সা‌থে গাড়ীর চাপ বাড়‌ছে, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার ও মাইক্রোবাসের চাপ রয়েছে। এছাড়াও দূরপাল্লার শতাধিক যাত্রী পরিবহনের সারি রয়েছে মহাসড়কে।
এই মুহূর্তে পারের অপেক্ষায় ঘাট এলাকায় রয়েছে  শতাধিক ব্যক্তিগত গাড়ী আর ৫০-৬০টি যাত্রীবাহী বাস।
পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও ঘাট এলাকায় পারের অপেক্ষায় ট্রাকের কিছু সারি রয়েছে,সু‌যোগ পে‌লেই ট্রাকগু‌লো পার করা হ‌চ্ছে।  যানবাহন পারাপারের জন্য আজ ২১টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, ২০ টি ফেরি দিয়ে ঈদযাত্রায় যানবাহন ও যাত্রী পারাপার করা হ‌চ্ছে। গত চব্বিশ ঘন্টায় এগারো হাজার তিনশত পরিবহন পার করা হয়েছে।
শেয়ার