Top

ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

২৯ এপ্রিল, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
ভোলা প্রতিনিধি :

চরফ্যাশন-মনপুরার স্থানীয় নেতৃত্বের রুপকার কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় ভোলার শশীভূষণে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে শশীভূষণ বাজারে শশীভূষণ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আলহাজ রফিকুল ইসলাম বেপারীর সভাপতিত্বে এসময় শশীভূষণ থানা নিএনপি নেতা আব্দুল সালাম জমাদার, শশীভূষণ থানা যুবদল নেতা কামরুজ্জামান শাহীন, যুবদল নেতা মো. ফারুখ, মো. মাকসুদ মৃর্ধা, মো. বেলায়েত হোসেন খলিফা, মো. তানভীর, মো. জয়নাল আবদীন, মো. মিরাজ, মো. দিদার, মো. রাকিব, মো. মাকসুদ চৌধুরী, মো. নয়ন, মো. শাহাবুদ্দিন, এওয়াজপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেন, রসুলপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আমজাদ হোসেন আপন, সাধারন সম্পাদক মো. হাসান মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদ মো. ফিরোজ হাওলাদার, এওয়াজপুর ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহ- সভাপতি মো. রিপন, সাধারন সম্পাদক মো. ফয়সাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দোয়া ও ইফতার মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।

শেয়ার