মো. হোসেন বেপারী , হাজীগঞ্জ (চাঁদপুর) :
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানদের বৃহত্তম জুমাআতুল বিদা নামাজ। এই নামাজ উদযাপনের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে উপমহাদেশের মধ্যে বৃহত্তম হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ একটি।
ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে একসাথে অর্ধ লক্ষাধিক মুসল্লী জুম’আতুল বিদা’র নামাজ আদায় করেছে।
২৮ হাজার ৪’শ পাঁচ বর্গফুটের বিশাল এই মসজিদে প্রতি বছরই জুমাআতুল বিদায়ের নামাজে অংশ নেয় হাজার হাজার মুসল্লী।
জুমার নামাজের আযানের পর বয়ান পেশ করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।
দুই বছর পর মহামারী করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় প্রখর রোদ উপেক্ষা করে শুক্রবার (২৯ এপ্রিল) জুম’আতুল বিদা’আ উপলক্ষে আশে পাশের জেলা, উপজেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধ লক্ষাধীক মানুষ ঐতিহ্যবাহী এই মসজিদে নামাজ আদায় করতে আসেন। সকাল ১১টার মধ্যেই বিশাল মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় কানায় কানায় পরিপূর্ণ হয়।
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় করতে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের মাঠ, আহমাদিয়া আলিয়া মাদ্রাসা মাঠ ও ভবন, জামেয়া আহমাদীয়া কওমী মাদ্রাসা ভবন, হাজীগঞ্জ টাওয়ার, রজনীগন্ধ্যা মার্কেট, হাজীগঞ্জ প্লাজা, বিজনেস পার্ক, প্রাইম ব্যাংক ভবন, হাজীগঞ্জ পৌর মার্কেট ও হাজীগঞ্জ হকার্স মার্কেটে বিশাল জামায়াতের আয়োজন করা হয়। এসব ভবন ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে যায়। এরপর হাজীগঞ্জ মধ্য বাজারের প্রধান সড়ক থেকে শুরু করে পূর্ব বাজার বড় ব্রিজ পর্যন্ত মুসল্লীদের নামাজ আদায় করতে দেখা গেছে।
নামাজ শুরু একঘন্টা আগেই সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ রাখা হয়। এতে যাত্রীরা সাময়িক ভোগান্তির শিকার হন।