Top
সর্বশেষ

খাতিজা ফাউন্ডেশনের উদ্যোগে ২হাজার পরিবারের মাঝে ঈদ উপহার

২৯ এপ্রিল, ২০২২ ৫:১২ অপরাহ্ণ
খাতিজা ফাউন্ডেশনের উদ্যোগে ২হাজার পরিবারের মাঝে ঈদ উপহার
চাাঁদপুর প্রতিনিধি :

খাতিজা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও জিএম বাংলা লিমিটেডের অর্থায়নে চাঁদপুরে ২হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

২৯ এপ্রিল শুক্রবার সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যানদী গ্রামের খাতিজা মহলে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড়, লুঙ্গী, থ্রিপিস, পাঞ্জাবী ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

ঈদ উপহার কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, খাতিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাতিজা বেগম, জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাই টিভির রিপোর্টার ক্রাইম জিএম মজিব, জিএম বাংলা লিমিটেডের ডেপুটি ম্যানিজিং ড্রিরেক্টর শাকিলা জাহান সেতুসহ কোম্পানীর সকল পরিচালকবৃন্দ।

জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিএম মজিব বলেন, আমাদের প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে নিজের আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের খোঁজ-খবর রাখা। বিত্তবান মানুষদের একটু মানবতার পরশ এইসব অসচ্ছল মানুষদের মুখে হাসি ফোটাতে পারে।

তিনি আরো বলেন, দেশের সকল বিত্তবানরা যদি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তবে আমাদের দেশটা আরো সুখী সমৃদ্ধ হয়ে উঠবে। তাই আসুন আমরা সবাই সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে একাত্মতা পোষণ করে, নিজেরাও যার যার অবস্থান থেকে দেশের মানুষের জন্য কাজ করি।

শেয়ার