Top
সর্বশেষ

সিরাজগঞ্জের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় নারীর মৃত্যু

২৯ এপ্রিল, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় নারীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া নামক স্থানে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে ট্রাক চাপায় শান্তনা (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল)  সকালে এ ঘটনায় আহত হয়েছে নিহতের শিশু সন্তান মাকছুদা (৭)। নিহত শান্তনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল মাজেদের স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে মোটর সাইকেলে করে ঢাকা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া নামক স্থানে মোটর সাইকেলটি ঘোরার সময় পেছন থেকে শান্তনা পড়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই শান্তনার মৃত্যু ও তাদের শিশু সন্তান মাকছুদা আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। কোন অভিযোগ না থাকায় দুপুরের পরে স্বজ্বনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার