Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ছেলের পিটুনীতে বাবার মৃত্যু

২৯ এপ্রিল, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ছেলের পিটুনীতে বাবার মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সড়াতৈল দক্ষিণপাড়া গ্রামে সম্পত্তির ভাগ-বাটওয়ারা নিয়ে পারিবারিক কলহের জের ধরে ছেলের পিটুনীতে বাবা সাখাওয়াত হোসেন বন্দি (৫২) নিহত হয়েছে।

নিহত সাখাওয়াত হোসেন ওই গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের দুই ছেলে রুবেল (২২) ও রাকিবকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, সাখাওয়াত হোসেন তার ছোট ছেলে রাকিবকে একটি সিএনজি অটোরিক্সা কিনে দেয়ার পর থেকে বড় ছেলে রুবেলের সাথে বিরোধ শুরু হয়। এ নিয়ে তাদের পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

এরই জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড় ছেলে রুবেল ও তার স্ত্রী আল্পনা খাতুনের সাথে সাখাওয়াতের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ছেলে রুবেল কাঠের পিড়ি দিয়ে বাবা সাখাওয়াতকে এলোপাথাড়ি আঘাত করে।

এসময় ছোট ছেলে রাকিব ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে রাতে থানা হেফাজতে রাখা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার