Top
সর্বশেষ

হাজীগঞ্জ-শাহরাস্তি’তে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের ঈদ বস্ত্র বিতরণ 

২৯ এপ্রিল, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
হাজীগঞ্জ-শাহরাস্তি’তে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের ঈদ বস্ত্র বিতরণ 
নিজস্ব প্রতিবেদক :
 চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল এর মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন  চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি  উপজেলার দেড় সহস্রাধিক  দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে হাজীগঞ্জ উপজেলার পিটিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ঈদ বস্ত্র বিতরণ উদ্ভোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গন্ধ্যর্বপুর পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি  নুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী অলিউল্লাহ, চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ মোকলেছুর রহমানের, হাজীগঞ্জ পৌরসভার  ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি  ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ইলিয়াস, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মকবুল চৌধুরী, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সদস্য মাহবুব চৌধুরী, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য হোসাইন মীর, ইঞ্জিঃ নেছার পাটওয়ারীসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শেয়ার