Top

সিরাজগঞ্জে সেচের বৈদ্যুতিক মটর চুরি দিশেহারা কৃষক

২৯ এপ্রিল, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সেচের বৈদ্যুতিক মটর চুরি দিশেহারা কৃষক
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা মহল্লায় সেচের বৈদ্যুতিক মটর চুরির ঘটনা ঘটেছে। এতে পানির অভাবে প্রায় ২৫ বিঘা ইরি বোরো ধান চাষাবাদ এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত মহল্লায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে এক হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এ হত্যাকান্ডকে কেন্দ্র করে একটি অসাধু চক্র মাঝেমধ্যেই এ মহল্লায় চুরিতে সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ওই অসাধু চক্র গত কয়েকদিনের ব্যবধানে সেচের ৪ টি বৈদ্যুতিক মটর চুরি করেছে। এ কারণে ধানের ক্ষেত ফেটে প্রায় চৌচির হয়ে যাচ্ছে। ২/১ সপ্তাহের মধ্যেই পাকতে শুরু করবে এ ধান। কিন্তু সময়মতো ধানের ক্ষেতে পানি দিতে না পারায় এখন দিশেহারা কৃষকেরা। এ ব্যাপারে ওই মহল্লার এক কৃষক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। এ মামলা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, এ ঘটনায় বুধবার রাতে ওই মহল্লায় অভিযান চালিয়ে দুলাল (৪৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ
করেন।

শেয়ার