Top
সর্বশেষ

মাগুরায় আশ্রয়নবাসীদের মাঝে ঈদের উপহার বিতরণ

২৯ এপ্রিল, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
মাগুরায় আশ্রয়নবাসীদের মাঝে ঈদের উপহার বিতরণ
আরজু সিদ্দিকী, মাগুরা :

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার দুপুরে মাগুরার শ্রীপুরের আশ্রয়ণবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মাগুরা লেডিস ক্লাবের উদ্যোগে ও শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কুপুড়িয়া আশ্রয়ণ প্রকল্পে উপজেলার শ্রীপুর, সব্দালপুর, নাকোল ও কাদিরপাড়া ইউনিয়নের ৫০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল, চিনি, লবণ, তেল, সেমাই, সাবান ও শাড়ীসহ বিভিন্ন ধরনের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী প্রফেসর ড. মোছাঃ নাসরিন আখতার।

সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) শ্যামানন্দ কুন্ডু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান।

আলোচনা সভা শেষে ৪টি আশ্রয়ণ প্রকল্পের ৫০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার