Top
সর্বশেষ

খানসামায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

৩০ এপ্রিল, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
খানসামায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০এপ্রিল) সকালে উপজেলার হোসেনপুর ও সুবর্ণখুলীতে বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওসমান গণির ছেলে শাহ আলম (৫০) এবং আংগারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ফজলুল হকের স্ত্রী মাজেদা বেগম (৪০)কে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়াও মৃত শাহ আলমের স্ত্রী উম্মে এবং মৃত মাজেদা বেগমের মেয়ে ফুলকলি অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বজ্রপাতে নিহত শাহ আলমের স্ত্রী উম্মে জানান, আমরা দুজনে নিজ বাসার বারান্দায় গাভীর দুই সংগ্রহ করছিলাম। তারপর বজ্রপাতে কি থেকে কি হয়ে গেলো..!

নিহত মাজেদা বেগমের পরিবারের লোকজন জানান, মাজেদা এবং তার স্বামী ও তার দুই সন্তান মিলে নিজ জমিতে শষা তুলছিলেন। তারপর সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউএনও রাশিদা আক্তার বলেন, এরকম ঘটনা অনাকাঙ্খিত। খবর পেয়ে সাথে সাথেই নিহতের পরিবারের খোজ খবর নিয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছি। এছাড়াও আরও সহায়তার ব্যাপারে উর্ধতন কতৃপক্ষকে অবগত করা হয়েছে।

শেয়ার