বগুড়ার দুপচাঁচিয়ায় হত্যা মামলার স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৫০) ও তার স্ত্রী মনোয়ারা বিবি (৪০)।
শুক্রবার রাতে কাহালু উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।এসব তথ্য জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ।
এর আগে, গত ১ এপ্রিল রাতে গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়া গ্রামে মঈন উদ্দিনের সঙ্গে পাওনা টাকা নিয়ে তাঁর আপন তিন ভাই ও ভগ্নিপতির বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়৷ এতে মঈন মাটিতে পড়ে গিয়ে মারা যায়।
পরে এ ঘটনায় মঈন উদ্দিনের স্ত্রী ফাতেমা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আনোয়ার ও তার স্ত্রী মনোয়ারা পলাতক ছিলেন।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঈন হত্যা মামলার মূল আসামী আনোয়ার ও তার স্ত্রী মনোয়ারাকে গ্রেফতার করার পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।