Top
সর্বশেষ

চাঁদপুরে লাইট ফর হিউম্যানিটির ঈদ সামগ্রী বিতরণ

০১ মে, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ
চাঁদপুরে লাইট ফর হিউম্যানিটির ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন লাইট ফর হিউম্যানিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইট ফর হিউম্যানিটির সভাপতি মোঃ সালাউদ্দিন খান।

শনিবার (৩০ এপ্রিল)  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদ মানে আনন্দ এটা আমরা সবাই জানি কিন্তু এ আনন্দ সবার জন্য সব সময় হয় না। সমাজের অসহায় ও অসচ্ছল মানুষ যাতে হাসিখুশিভাবে ঈদ কাটাতে পারে সেই লক্ষ্যেই লাইট ফর হিউম্যানিটি কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সমাজের বিত্তবান ও সামর্থবান সকল মানুষের উচিত এসব স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে দাঁড়ানো এবং তাদেরকে উৎসাহিত করা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি শাহজাহান মল্লিক। তিনি উপস্থিত ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা নিজেদের শ্রম, মেধা, অর্থ ও সময় ব্যয় করে এসব অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মানবতার সেবায় আপনাদের এ ত্যাগ আমাকে সত্যিই অভিভূত করেছে। আমাদের তরুণ প্রজন্মের উচিত এভাবেই দেশ সেবায় এগিয়ে আসা।

সংগঠনের অন্যান্যদের উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক তামান্না রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নবীন, আইন বিষয়ক সম্পাদক আহসান আরিফ নিলয়, যোগাযোগ বিষয়ক সম্পাদক সুলতানা তাসলিমা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিমা লৌধসহ আরও অনেকে।

সবশেষে সদর উপজেলার যমুনা রোডস্থ জেলে পল্লীর প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, তেল, পেয়াজ, আলু, কিসমিস, বাদাম, সেমাই, চিনি, দুধ, নুডলসসহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

শেয়ার