Top

ঘরমুখো যাত্রীর চাপ নেই গাবতলীতে

০১ মে, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
ঘরমুখো যাত্রীর চাপ নেই গাবতলীতে

মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর সীমিত পরিসরে ঈদ উদযাপন করেছে দেশবাসী। অনেকে করোনার কারণে ঢাকা ছেড়ে গ্রামে যাননি। এবার করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ফলে ধারণা করা হচ্ছিল- এবার ঘরমুখো যাত্রীদের চাপ বেশি থাকবে সড়কে। তবে ঈদযাত্রায় পরিস্থিতি পুরোটাই ভিন্ন। রাজধানীর বাস টার্মিনালগুলোতে তেমন ভিড় দেখা যায়নি। অনেক বাস যাত্রী সংকটে আসন ফাঁকা নিয়ে ছেড়ে যাচ্ছে।

ঈদযাত্রার গত কয়েকদিনের মতো রোববারও (১ মে) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের তেমন ভিড় নেই। ফলে সড়কে বাসের সংখ্যা কমিয়েছেন পরিবহন মালিকরা। এরপরও আসন ফাঁকা নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাসগুলো।

কাউন্টারের দায়িত্বরত পরিবহনকর্মীরা বলছেন, দীর্ঘদিনের ছুটি হওয়ায় অনেকে পরিবারের সদস্যদের আগেভাগে গ্রামে পাঠিয়েছেন। ফলে যাত্রী কম। অধিকাংশ পরিবহন মালিক অর্ধেকের বেশি বাস রাস্তা থেকে তুলে নিয়েছেন। তারপরও যেগুলো চলছে, সেসব বাসে যাত্রী পাওয়া যাচ্ছে না।

রোববার (১ মে) দুপুরে গাবতলী বাস টার্মিনালে ঘুরে দেখা গেছে, যাত্রীর চেয়ে পরিবহন সংশ্লিষ্ট লোকজন ও হকারের সংখ্যাই সেখানে বেশি। একাধিক বাসের কাউন্টার খোলা থাকলেও তাতে ছিল না টিকিট বিক্রির কেউ। অনেকে আবার কাউন্টারে বসে ঝিমুচ্ছেন।

পোশাকশ্রমিক মোহাম্মদ মিকাইল যাবেন গোপালগঞ্জে। তিনি বলেন, ‘গতকাল ছুটি হয়েছে। জ্যামের কথা ভেবে আজকে রওনা হচ্ছি। আশা করছি- ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবো।’

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার জাকির মল্লিক বলেন, ‘এই ঈদে তুলনামূলক যাত্রীর চাপ কম। লম্বা ছুটি হওয়ায় আগেভাগে অনেকে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিয়েছেন। অনেকে আবার জ্যামের কথা ভেবে ভেঙে ভেঙে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘কর্মজীবনে আমি ঈদে এত কম যাত্রী দেখিনি। করোনার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেও মানুষের হাতে টাকা নেই। এটাও একটা কারণ হতে পারে।’

ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ জাকির বলেন, ‘নিয়মিত আমাদের ৭-৮টা গাড়ি চলাচল করে। কিন্তু এবার যাত্রী নেই। এখন দুটি গাড়ি যাচ্ছে। গাড়ি ছাড়ার সময় দেখা যাচ্ছে ১৭-১৮ জন যাত্রী। এই সময়ে আসন ফাঁকা নিয়ে বাস ছাড়া অকল্পনীয়। কিন্তু বাস্তবে সেটাই হচ্ছে এবার। ফাঁকা আসন পূরণে নির্ধারিত সময়ের পরও এক-দেড় ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তবুও যাত্রী মিলছে না।’

এদিকে, যাত্রী সংকটের মধ্যেও বাস কাউন্টারগুলো টিকিটের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী। এসব অভিযোগে বিআরটিএ, পুলিশ, সিটি করপোরেশন, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম জরিমানাও করেছে।

শেয়ার