Top
সর্বশেষ

নোয়াখালীতে কাদেরিয়া তরিকা অনুসারীদের ঈদ উদযাপিত

০২ মে, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ
নোয়াখালীতে কাদেরিয়া তরিকা অনুসারীদের ঈদ উদযাপিত
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীতে কাদেরিয়া তরিকার অনুসারীদের মাঝে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
 
সোমবার (২ মে) সকাল সাড়ে ৮ টায় কাদেরিয়া তরিকার অনুসারীদের সবছেয়ে বড় আস্তানাপাক বেগমগঞ্জ উপজেলার বসন্তবাগ মুন্সি বাড়ি জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা বদরুজ্জামান। প্রায় শতাধিক মুসুল্লি ঈদ জামাতে অংশগ্রহণ করেন। 
এছাড়া বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের উত্তর বসন্তবাগ, জিরতলী ইউনিয়নের ফাজিলপুর, নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিনারায়ণপুরের অল্প কিছু পরিবারের মানুষ একই তরিকা মেনে তাদের ঈদের নামাজ আদায় করেছেন।
জানা যায়, বড় পীর আবু মুহম্মদ মহিউদ্দীন সৈয়দ আবদুল কাদির জিলানী (র) এর মতাদর্শে তৈরী হয় কাদেরিয়া তরিকা। বাংলাদেশে এর প্রধান আস্তানাপাক চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানায় অবস্থিত, যা মীজ্রাখিল দরবার শরীফ নামে পরিচিত।
কাদেরিয়া তরিকার অনুসারী মাওলানা নুরুর রহমান ঢাকা মেইলকে জানান, ‘আমাদের মতে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলেই রোজা এবং ঈদ পালন করা যায়। সে অনুযায়ী আমাদের পূর্ব পুরুষদের আমল থেকেই আমরা প্রতি বছর রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছি।’
শেয়ার