Top

ইউক্রেন যুদ্ধের শেষ কবে, যা বললেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

০২ মে, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ
ইউক্রেন যুদ্ধের শেষ কবে, যা বললেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ করার ক্ষেত্রে আমরা কোনো কৃত্রিম সময়সীমা নির্ধারণ করব না।

সোমবার ইতালির টেলিভিশন চ্যানেল মেডিয়াসেটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর তাসের।

আগামী ৯ মে ইউক্রেন যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সেনারা সেখানে (ইউক্রেন) কৃত্রিম কোনো সময়সীমার ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করছে না।

তিনি আরও বলেন, আমরা সবসময় যেভাবে ৯ মে উদযাপন করি এবারও সেভাবে করব।

ল্যাভরভের মতে, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের গতি প্রথমে ও সর্বাগ্রে নির্ভর করছে ‘বেসামরিক এবং রাশিয়ান সেনাদের জন্য ঝুঁকি কমানোর প্রয়োজনীয়তার ওপর’।

তিনি বলেন, অভিযানের লক্ষ্য হচ্ছে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং ইউক্রেনের পক্ষ থেকে বেসামরিক নাগরিক ও রাশিয়ার জন্য কোনো হুমকি নেই তা নিশ্চিত করা।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।

শেয়ার