Top
সর্বশেষ

সৌদি আরবের সাথে মিল রেখে নকলায় আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

০২ মে, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
সৌদি আরবের সাথে মিল রেখে নকলায় আগাম ঈদের জামাত অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলা উপজেলার চরকৈয়া দক্ষিনপাড়া এলাকায় ২ মে সোমবার সকাল সাড়ে আটটায় ঈদ-উল-ফিতরের আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে দিনের মিলরেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় এ এলাকায় বরাবরের মতো উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত তিনশতাধিক মুসল্লী এবারও ঈদ-উল-ফিতরের জামাত আদায় করে। ঈদের জামাতটিতে পুরুষদের পাশাপাশি কালো কাপড়ের পর্দা টানিয়ে মহিলারাও ঈদের নামাজে অংশগ্রহণ করে।

বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ পালন করে থাকে। মুসুল্লীদের সংখ্যাও ধীরে ধীরে বেড়ে চলেছে বলে জানান এলাকাবাসী। ঈদুল ফিতরের নামাজ পড়ান ইমাম মো. সারোয়ার জাহান।

 

 

শেয়ার