Top
সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন

০২ মে, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে নগরীর বাকলিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ ইমন (২২) নামের এক যুবককে খুন করা করেছে।
রোববার (১ মে) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ডের জইল্লাপাড়া নদীর পাড়ের বজ্রঘোনা আট নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ আসিফ (২৮) নামের একজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত মো. ইমন স্থানীয় বলি মসজিদ এলাকার বদরুজ মাঝির বাড়ির মো.জামাল উদ্দিনের ছেলে। তিনি ফার্নিচার দোকানের কাজ করতেন। আহত মো. আসিফ আবুল বশর সওদাগর বাড়ির মো.আবুল কাশেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘আধিপত্যের জের ধরে বাকলিয়ায় মারামারি হয়েছে। এরমধ্যে নিহত ইমনকে গরু বিক্রির বিষয়ে কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় একজন আহতও হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ছুরিকাঘাতে আহত ইমনকে মৃত ঘোষণা করা হয় এবং আসিফ নামের ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

শেয়ার