Top
সর্বশেষ

যুদ্ধ মাথায় নিয়ে ইউক্রেনে ঈদুল ফিতর উদযাপন

০৩ মে, ২০২২ ৮:০৯ পূর্বাহ্ণ
যুদ্ধ মাথায় নিয়ে ইউক্রেনে ঈদুল ফিতর উদযাপন

যুদ্ধের মধ্যেই ইউেক্রেনের মুসলিমরা সোমবার উদযাপিত করলেন পবিত্র ঈদুল ফিতর।

রাজধানী কিয়েভে ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি সমাবেত হয়েছেন। খবর ডেইলি সাবাহর।

স্থানীয়দের মধ্যে ঈদুল ফিতর রামাদান বায়রাম হিসেবে পরিচিত।

ইউক্রেনের মুসলিম কাউন্সিলের প্রেসিডেন্ট সেয়রান আরিফভ আনাদোলুকে বলেন, রুশ সামরিক আগ্রাসনে ইউক্রেনের অনেক মুসলিম বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

অনেকে দেশ ত্যাগ করে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে ইউক্রেনের মুসলিমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন।

ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল্লাহ রশিদভ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্বের সব মুসলিমের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।

ফিলিস্তিন বংশোদ্ভূত ইউক্রেনের নাগরিক আলী আসাদি আশা প্রকাশ করেন শিগগিরই যুদ্ধের অবসান ঘটবে।

জাতিসংঘের হিসেব মতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ২ হাজার ৮৯৯ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ২৩৫ আহত হয়েছেন।

বাস্তুহারা হয়েছেন ৭৭ লাখ ইউক্রেনীয় এবং দেশ ছেড়েছেন ৫৪ লাখ ইউক্রেনীয়।

শেয়ার